জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শামীম জামান সম্প্রতি নির্মাণ করেছেন নতুন ধারাবাহিক নাটক ‘প্রিয়জন’। মোহাম্মদ মামুন অর রশীদ এর রচনায় ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা অভিনয়শিল্পী। তারা হলেন- মোশাররফ করিম, শামীম জামান, আখম হাসান, জয়রাজ, রোবেনা রেজা জুঁই, ফারজানা রিক্তা, সালহা খানম নাদিয়া, চিত্রলেখা গুহ, হিমি, নীলা ইসলাম, সাবেরী আলম, মাসুম বাশার, তারিক স্বপন, সামিনা বাশার, আমানুল হক হেলাল, সঞ্জীব আহমেদ, হান্নান শেলী প্রমুখ। জানা গেছে, নতুন ধারাবাহিকটি ১০৪ পর্বের টার্গেট নিয়ে নির্মিত হয়েছে। এটি প্রযোজনা করেছেন ইমরান খান।
এর আগে মোশাররফ করিমকে নিয়ে শামীম জামান নির্মাণ করেন আনন্দগ্রাম, ঝামেলা আনলিমিটেড, চাটাম ঘর নামের ধারাবাহিকগুলো। সব নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছিল। নতুন ধারাবাহিকটি নিয়ে আশাবাদী শামীম জামান। তিনি বলেন, ‘আমার নাটকে সব সময় সমাজে বার্তা দেওয়ার চেষ্টা থাকে। নতুন ধারাবাহিক নাটকের গল্পটি চমৎকার। আশা করছি দর্শক পছন্দ করবে। প্রতি রবি থেকে বুধবার রাত ৮:৩০ মিনিটে মাছরাঙা টিভিতে ধারাবাহিক নাটকটি প্রচারিত হবে।’
Leave a Reply