প্রকাশিত হলো শিল্পী রাফি তালুকদারে নতুন গান “বঙ্গবন্ধুর জন্মদিন”। গানের কথা সাজিয়েন মাহবুব রহমান এবং গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সাইদ হাসান ফারুকী চন্দন।
গানটি গত ১৭ মার্চ বঙ্গবন্ধু জন্মশর্তবাষিকীতে সিডি চয়েজে প্রকাশ করা হয়েছে ।
নতুন এই গানটি ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে। গানটি নিয়ে শিল্পী রাফি তালুকদার বলেন,’ বঙ্গবন্ধু জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সবার আগে। আমার এই গানটি বঙ্গবন্ধুর জন্য আমার নিজের অর্থে নিরর্মান করেছি। গানটি আশা করছি সবার কাছে ভালো লাগবে।’
এর আগে রাফি তালুকদার তার নিজের বেশ কিছু মৌলিক গান ও প্রকাশ করেছে । এবং টিভি চ্যানেলে গানের অনুষ্ঠানে বেশ ব্যস্ত সময় পার করছে।
রাফি গণমাধ্যমকে বলেন, ‘আমি নতুন নতুন গান নিয়ে আমি সামনের দিকে এগোতে চাই,
আশা করছি সবার ভালোবাসা পেলে বেশ নতুন গান উপহার দিতে পারবো দর্শকদের। সবাই আমার জন্য দোয়া করবেন । ‘
Leave a Reply