শীঘ্রই আসছে বাংলাদেশ ক্রিকেটের মধ্যমণি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ‘বায়োপিক’। শনিবার (২০ মার্চ) ক্রিকফ্রেনজি লাইভে একথা জানিয়েছেন সাকিব আল হাসান নিজেই। তবে করোনা মহামারীর কারণে এ ‘বায়োপিক’র কাজ স্থগিত করা হয়েছেও বলে জানিয়েছেন তিনি।
সাকিব আল হাসান বলেন, ‘বায়োপিক’ এর কাজ বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। গল্পটিও প্রায় প্রস্তুত ছিল। তবে করোনার কারণে এখন সবকিছু ঝুলে আছে। সবকিছু ঠিকঠাক থাকলে এতদিনে সম্ভবত কাজ শুরু হয়ে যেত।
তার ভাষ্যমতে, পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার শুরু করবেন বায়োপিকের কাজ।ক্রিকেটারদের বায়োপিক নতুন কিছু নয়। এর আগে মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকর এবং আজহারউদ্দীন সহ অনেক কিংবদন্তি ক্রিকেটাররা সিনেমাতে প্রদর্শিত হয়েছিলেন।
এ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ না খেলে আইপিএলের জন্য বিবিসি থেকে আগেই ছুটি নিয়ে রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অপেক্ষা শেষে সবার সামনে মুখললেন তিনি, সাকিব বলেন, আইপিএল খেলা আমার জন্য ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা প্রস্তুতি হবে। তাই এ সিদ্ধান্ত নেওয়া।
Leave a Reply