অসংখ্য দর্শকপ্রিয় টেলিভিশন নাটকের প্রযোজক ও পরিচালক শেখ রুনা এবার ওভিসির মডেল হলেন। যদিও নাটক প্রযোজনা পরিচালনার পাশাপাশি তিনি এর আগে বেশকিছু নাটকে অভিনয়ও করেছেন। এবার শেখ রুনা অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।
শেখ রুনা আগে অভিনয় করলেও মাঝে ১৫ বছর শুধুই পরিচালনা ও প্রযোজনা নিয়ে ব্যস্ত ছিলেন। শেখ রুনা জানান, দীর্ঘ বিরতির পর নবাব এলএলবি ছবিতে সাংবাদিক চরিত্রের মাধ্যমে পুনরায় অভিনয় শুরু করেন। তবে নাটক সিনেমায় অভিনয় করলেও টিভিসি এবং ওভিসিতে কাজ করার আকাংখা রয়ে গিয়েছিল তার। সেই সুযোগটি তিনি পেলেন রানা মাসুদের মাধ্যমে।
শেখ রুনা বলেন, মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষ্যে পারটেক্স গ্রুপের পারটেক্স ক্যাবল এর ওভিসিতে তিনি মডেল হয়েছেন। এটি নির্মাণ করেছেন রানা মাসুদ। আর শুটিং হয়েছে ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জের একটি আউটডোর লোকেশনে।
Leave a Reply