খুলনা শহরের উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আগামী বৃহস্পতিবার (২৫ মার্চ) ও শুক্রবার (২৬ মার্চ) তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১শ’ টাকা দর্শনীর বিনিময়ে চলচ্চিত্রটি দেখা যাবে। প্রতিদিন বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। খুলনা অঞ্চলের ভাগ্যতাড়িত এক বামপন্থী নেতা এবং তার সময় ও যুগকে নিয়ে গড়ে উঠেছে ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রের কাহিনী। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আন্তর্জাতিক খ্যাত চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার প্রমুখ।
Leave a Reply