বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
Uncategorized

নতুন সিনেমায় রিক্তা, নায়ক আমান রেজা

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

বিজ্ঞাপন, টিভি নাটক ও টেলিফিল্মে কাজ করে ইতোমধ্যে বেশ নজর কেড়েছেন শোবিজের পরিচিত মুখ ফারজানা রিক্তা।২০১৫ সালে ছোটপর্দা থেকে বড় পর্দায় অভিষেক হয়েছিল রিক্তার।

নায়ক বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন তিনি। তারপর খুব বেশি চলচ্চিত্রে তাকে দেখা যায়নি। ২০১৬ সালে দ্বিতীয় চলচ্চিত্র ‘একাত্তরের নিশান’ মুক্তি পায়। ২০১৮ সালে মুক্তি পায় ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্র ‘আলতা বানু’। এরপর নাটকে নিয়মিত পাওয়া গেলেও চলচ্চিত্রে আর দেখা যায়নি। মাঝে লম্বা বিরতি। নতুন খবর হচ্ছে দীর্ঘ বিরতি শেষে নতুন চলচ্চিত্র দিয়ে ফিরলেন ফারজানা রিক্তা। শাপলা মিডিয়া প্রযোজিত ‘পরী তোমার জন্য’ সিনেমায় তাকে নাম ভূমিকায় দেখা যাবে।

বুধবার (২৪ মার্চ) রাজধানীর উত্তরায় সিনেমার দৃশ্য ধারণ শুরু হয়েছে। এতে রিক্তার বিপরীতে আছেন চিত্রনায়ক আমান রেজা। ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান লাবু।

জানা গেছে, উত্তরায় দুই দিন দৃশ্যধারণ হবে। তারপর এপ্রিলের মাঝামাঝি সময় কক্সবাজারে হবে পুরো সিনেমার দৃশ্য ধারণ। একটানা কাজ করে শেষ হবে সিনেমার কাজ।

সিনেমা প্রসঙ্গে রিক্তা বলেন, সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছি। এর আগেও নাম ভূমিকায় অভিনয় করছি। মাত্র তিনটি সিনেমা করেছি। যেগুলো করেছি করার মত করেছি। গতবাঁধা সিনেমায় কাজ করতে চাই না। রিক্তা আরও বলেন, কক্সবাজারের উপর সিনেমার গল্পটি। এটি অফট্যাকের সিনেমা। পরী অসাধারণ একটি চরিত্র। আমার স্বামীর নাম আদনান। সিনেমায় আমানের নামও থাকে আদনান। যা কাজটি করতে আমাকে খুব টেনেছে।

ফারজানা রিক্তা অভিনীত বিভিন্ন চ্যানেলে চলতি ধারাবাহিক নাটক ফরিদুল হাসান পরিচালিত ‘ফরেন ভিলেজ’, শামীম জামানের ‘প্রিয়জন’, সৈয়দ শাকিলের ‘আনন্দ ভ্রমণ’। প্রচারের অপেক্ষায় আছে একক ও ধারাবাহিক মিলিয়ে প্রায় ২ ডজনেরও অধিক নাটক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ