জমজমাট প্রতিবেদক: তরুণ প্রজন্মের অভিনয় শিল্পী রানা মল্লিক। রানা ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন অভিনয় করবেন। রানার সেই কাঙ্খিত স্বপ্ন পূরণও হয়েছে। এখন রানা অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এবারের ঈদে রানা অভিনীত কয়েকটি নাটক প্রচার হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সেজান নূর রচিত গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাইলেন্ট জোন’। একক এই নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় একুশে টিভিতে প্রচার হবে।
গাজী টিভির জন্য নির্মিত ইফতেখার ইফতি রচিত অনিক বিশ্বাস পরিচালিত ‘মি. এম’। মমর রুবেল রচিত সজীব মাহমুদ পরিচালিত দ্বীপ্ত টিভিতে ‘কাচ্চি মুন্না’। ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত আদিবাসী মিজান পরিচালিত এশিয়ান টিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘তিন দৈত্য’।
এছাড়াও কাজ করেছেন ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত জাতীয় শোক দিবসের বিশেষ কাহিনীচিত্র ‘রানার’-এ। পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। নাটকগুলো প্রসঙ্গে রানা বলেন, ‘প্রতিটি নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছি। আমার চেষ্টা ছিল চরিত্রর সাথে নিজেকে মানিয়ে নেওয়া। সবার সহযোগিতায় সেটা সম্ভব হয়েছে। আশা করছি নাটকগুলো সবার পছন্দ হবে।’
Leave a Reply