গায়ক সোহাগ খানের প্রথম গান প্রকাশ পেয়েছে। গানের নাম- ‘দেবদাস’। গানটি ইতিমধ্যে সাড়া ফেলেছে। সম্প্রতি আইচ সং এর ইউটিউব চ্যানেলের প্রকাশিত হয়েছে ‘দেবদাস’ গানটি। এই গান মানুষজন ভালো ভালো মন্তব্য করছে। এতে লক্ষ্য করা যাচ্ছে, গানটি তাদের পছন্দ হয়েছে। ‘দেবদাস’ গানটির লেখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত পরিচালনা করেছেন সন্তোষ কুমার।
‘দেবদাস’ গান প্রসঙ্গে গায়ক সোহাগ খান বলেন, ছোটবেলা থেকেই গান আমার স্বপ্ন ছিল গান প্রকাশ করার। সময়, সুযোগ ও নানা সমস্যার কারণে তা হয়ে উঠছিল না। পরে গীতিকার প্রমীর দাসের কল্যাণে আমার গান করার সুযোগ হয়। তিনিই আমাকে সুযোগ করে দিয়েছেন দেশবরেণ্য গীতিকার অনুরূপ আইচের ইউটিউব চ্যানেল ‘আইচ সং’ থেকে গান বের করার। আমার এই গানে ভালো সাড়া পাচ্ছি। নতুন শিল্পী হিসেবে প্রথম গান রিলিজের পর থেকে সবার কাছ থেকে এত দ্রুত ভালো ভালো কমেন্ট পাবো, সেটা ভাবিনি।
অন্যদিকে আইচ সং এর পক্ষ থেকে অনুরূপ আইচ বলেন, গান নিয়ে সোহাগ খানের মধ্যে প্রচন্ড ভালোবাসা দেখে আমি সচেষ্ট হয়েছি তার স্বপ্ন পূরণ করতে। আমার বিশ্বাস, ভবিষ্যতে সোহাগ গায়ক হিসেবে তার স্বপ্নপূরণ করতে পারবে।
দেবদাস গানের লিংকঃ https://youtu.be/MkeW_clQ6OU
Leave a Reply