জমজমাট প্রতিবেদক: নয়া প্রেমে মজেছেন অভিনেত্রী তারিন জাহান। তাও আবার হাঁটুর বয়সের ছেলে সমালোচিত ও ইউটিউবার সালমান মুক্তাদিরের। কি পাঠক চিন্তায় ফেলে দিলাম? চিন্তিত হবার কারণ নেই এটি বাস্তবে নয় একটি একক নাটকে এমনটি দেখা যাবে।
এ দুজনকে নিয়ে ‘মেঘলা মনের মেয়ে’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ফারিয়া হোসেনের চিত্রনাট্যে তুহিন বড়ুয়ার প্রযোজনায় নির্মিত এ নাটকে উঠে আসবে তারিন ও সালমানের অসম প্রেম। বাস্তবেও একে অপরের বয়সের ব্যবধান বেশ!
‘মেঘলা মনের মেয়ে’র নাম ভূমিকায় দেখা যাবে তারিন জাহানকে। আর তার প্রেমিক চরিত্রে দেখা যাবে সালমান মুক্তাদিরকে। আরো অভিনয় করেছেন মিলি বাশার ও সামিয়া অথৈ। একুশে টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় ঈদের ৩য় দিন রাত ১১:২০ মিনিটে এবং গ্লোবাল টিভি অনলাইন ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে।
Leave a Reply