শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
Uncategorized

শামীম-সারিকার ‘সীমিত পরিসরে বিয়ে’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

সীমিত পরিসরে বিয়ে করলেন নাটকের পরিচিত দুই মুখ শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ। তবে বাস্তবে নয়, সম্প্রতি ‘সীমিত পরিসরে বিয়ে’ নামের একটি নাটকে অভিনয় করলেন তারা। লকডাউন পরিস্থিতিতে বিয়ের গল্প সেই সঙ্গে নাটকীয় কিছু ঘটনা নিয়ে নাটকটি নির্মিত। পরিচালনা করেছেন মনসুর আলম নির্ঝর|

শামীম হাসান সরকার বলেন, নাটকটির গল্প সমসমায়িক। দর্শকরা দেখে আনন্দ পাবেন। পুরো পৃথিবীই এখন করোনায় উলট-পালট। এই সময়ে সবকিছুই সীমিত পরিসরে করতে হচ্ছে। বিয়েটাও। এমন গল্পেই নাটকটি।

সারিকা বলেন, খুব মজার একটি নাটক। আমার বিশ্বাস নাটকটি পছন্দ হবে সবার।

এর আগেও শামীম-সারিকা জুটি হয়ে বেশ কিছু নাটক উপহার দিয়েছেন। তাদের অন্যতম জনপ্রিয় নাটক হচ্ছে ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিক নাটক। নাটকটিতে তাদের জুটি দারুন সাড়া ফেলে।
নির্মাতা জানালেন, নাটকটি ঈদে অনলাইনে মাধ্যমে প্রচার হবে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ