বাংলা চলচ্চিত্রের অন্যতম দর্শক জনপ্রিয় নায়িকা পরীমনি। দর্শকেরা তার অভিনয়গুণের পাশাপাশি রূপের প্রশংসায় পঞ্চমুখ হোন। এই অনিন্দ্য সুন্দরী নায়িকা এবার প্রেমে পড়েছেন। আপাতত তাঁর ফেসবুক পোস্ট তো তাই বলছে। এ নিয়ে ভক্তদের মাঝে শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা।
শুক্রবার (২৩ এপ্রিল) মধ্যে রাতে নিজের ভেরিফাই ফেসবুক পেজ একটি ছবি শেয়ার করেছেন পরীমনি।আর ক্যাপশনে তিনি লিখেছেন, আই লাভ ইউ, জানুক দুনিয়া। এই মূহুর্তে এখন একটা সবচেয়ে দামি প্রশ্ন, পরীর মনের জায়গাটা কার জন্য? তাঁর নতুন মনের মানুষই বা কে? ‘স্বপ্নজ্বাল’-খ্যাত এ অভিনেত্রীর পোস্টে নতুন কৌতূহল সৃষ্টি করেছেন অনুরাগীদের মনে।
কিন্তু কাকে উদ্দেশ্য করে পরী পোস্টটি করেছেন তা-এখন স্পষ্ট। কারণ, মরক্কোর জনপ্রিয় গায়ক সাদ লামজাদের প্রেমে পড়েছেন পরীমনি। তবে বাস্তবে নয়। তার গানের প্রেমে পড়ছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা। তাই পছন্দের গায়কের ছবি ফেসবুক ছবি পোস্ট করেছে গানের প্রতি ভালোবাসা জানিয়েছেন পরী।
Leave a Reply