অনেক প্রযোজক, পরিচালক এবং শিল্পীদের মুখে প্রায়ই একটি কথা শোনা যায়, তা হলো ‘জাত শিল্পী’। আর সেটা তাদের ক্ষেত্রেই শোনা যায় যারা অভিনয়ে সিদ্ধহস্ত এবং যেকোন চ্যালেঞ্জিং চরিত্র যারা পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে পারেন। টিভি নাটকের অনবদ্য অভিনেত্রী শাহানাজ খুশী ঠিক তেমনি একজন অভিনেত্রী। যে চরিত্রেই যখন তিনি অভিনয় করেছেন তাই যেন দর্শকের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। তাই যারা একটু ভিন্ন ঘরানার গল্প নিয়ে কাজ করতে আগ্রহী তারা শাহানাজ খুশীকে নিয়ে কাজ করতে আগ্রহী।
বরেণ্য গুনী নির্মাতা সালাহউদ্দিন লাভলুর নির্দেশনায় যখন খুশী ‘ঘর কুটুম’,‘ শাকিন সারিসুরি’ এসব নাটকে অভিনয় করেছিলেন তখন তুমুল জনপ্রিয়তা পান। সর্বশেষ লাভলুর নির্দেশনায় খুশী ‘ওয়াইফ মানে স্ত্রী’ নাটকে অভিনয় করেছিলেন পাঁচ বছর আগে। পাঁচ বছর পর আবার আগামী ঈদের জন্য খুশী অভিনয় করেছেন বৃন্দাবন দাসের রচনায় খ- নাটক ‘বায়ু চড়া’তে। আগামী ঈদের দিন রাত ৮.৩০ মিনিটে চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে। দীর্ঘদিন পর সালাহউদ্দিন লাভলুর নির্দেশনায় নাটকে অভিনয় করে ভীষণ উচ্ছসিত খুশী।
খুশী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,‘ সত্যি বলতে কী লাভলু ভাইয়ের নির্দেশনায় কাজ করে যেমন উচ্ছসিত ছিলাম, দীর্ঘদিন পর তার নির্দেশনায় কাজ করে একই রকম উচ্ছাস কাজ করেছে আমার মধ্যে। লাভলু ভাই নিজেও এতো এক্সাইটেড ছিলেন যে তিনি প্রত্যেকটি দৃশ্য খুউব মনোযোগ দিয়ে ধরে ধরে শিল্পীদের কাছ থেকে আদায় করে নিয়েছেন। অনেকদিন পর কোন পরিচালকের মুখে শুনলাম না না ঠিক এভাবে না, কখনো অন্য একজন শিল্পীকে বলছেন তোমার কাজলটা হালকা করে দাও, আবার বলছেন এই রং-এর শাড়ি না। সত্যি বলতে কী যখন কোন খুউব ভালো কাজ করি তখন মনে হয় আমি ভীষণ সম্মানীত একটি পেশাতেই আছি।
লাভলু ভাইয়ের নির্দেশনায় কাজ করে যদি পারিশ্রমিক না নিয়েও বাসায় ফিরি তব্ওু কোনরকম গ্লানি নিয়ে ফেরা হবেনা। এতোটাই ভালোলাগা নিয়ে কাজ করি। বায়ু চড়া কাজটি নির্মাণের সময় ভাই একটুও বিশ্রাম নেননি। ভীষণ আন্তরিকতা নিয়ে কাজটি করেছেন।’ এছাড়াও আগামী ঈদে শাহানাজ খুশী’কে দেখা যাবে সকাল আহমেদ’র ‘খঁচাই’, দীপু হাজরার সাত পর্বের ধারাবাহিক ‘কাটা হেরি খান্ত কেন’ নাটকে। দুটি নাটকেরই রচয়িতা বৃন্দাবন দাস। এছাড়াও আগামীকাল থেকে শামীম জামানের নির্দেশনায় দশ পর্বের ধারাবাহিক ‘পিলিয়ার’র কাজ শুরু হবার কথা রয়েছে।
Leave a Reply