নব্বই দশকের দর্শক জনপ্রিয় টিভি অভিনেত্রী ও প্রযোজক শমী কায়সার। দীর্ঘদিন তাকে পর্দায় দেখা যায় না। তিনি রাজনীতি ও ব্যবসা নিয়ে ব্যস্ত। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর পরিচালক পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। আগামী ৫ মে হবে নির্বাচন ৷ এরই মধ্যে এফবিসিসিআই-এর ২০২১-২৩ মেয়াদে নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে শমী কায়সারের নাম রয়েছে।
সূত্র জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক থাকলে উল্লেখিত দিনেই ভোট অনুষ্ঠিত হবে। অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে প্রার্থী হয়েছেন অভিনেত্রী শমী কায়সার ৷ তার সঙ্গে আরও আছেন রব্বানী জব্বার, খন্দকার মনিউর রহমান, জামাল উদ্দিন, মুনতাকিম আশরাফ, মীর নিজাম উদ্দিন আহমেদ, আক্কাস মাহমুদ, রাশিদুল হাসান চৌধুরী, এম জি আর নাসির মজুমদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এম এ মোমেন, হাবিব উল্লাহ ডন, শফিকুল ইসলাম ভরসা, আমিন হেলালী, হাফেজ হারুন, আবু মোতালেব, ফেরদৌসী বেগম, আমজাদ হোসেন, নিজাম উদ্দিন, আসলাম সেরনিয়াবাত, কাজী এরতেজা হাসান, শাহিন আহমেদ, আবু নাসের, আলী জামান ও নাদিয়া বিনতে আমিন।
Leave a Reply