রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
Uncategorized

দেড় বছর পর দ্বৈত গান নিয়ে হাজির হচ্ছেন ইমরান পড়শী

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

দেড় বছর পর আবার একসঙ্গে জনপ্রিয় সংগীতশিল্পী জুটি ইমরান ও পড়শী। ঈদুল ফিতরের আগেই গানটি মুক্তি পাচ্ছে। ‘এক দেখায়’ শিরোনামের গানটির কথা লিখেছেন স্নেহাশীস ঘোষ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। রোমান্টিক ধাঁচের এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। পড়শী বলেন, দেড় বছর পর আবার নতুন গান আসছে আমাদের। আপাতত এইটুকু বলতে চাই, তবে গানটি নিয়ে আরো কিছু তথ্য প্রকাশ করব খুব শিগগির। ইমরান বলেন, পড়শীর সঙ্গে আমার গানগুলো বেশির ভাগ রোমান্টিক ঘরানার। এই গানটিও সেই ধারাবাহিকতায় তৈরি করেছি।

মিউজিক ভিডিওতে চমক রাখার চেষ্টা করেছেন পরিচালক। শোনার পাশাপাশি গানচিত্রটি দেখতে ভালো লাগবে। রেজা বলেন, লকডাউনের আগে টাঙ্গাইলের দিকে হয়েছে মিউজিক ভিডিওর দৃশ্যধারণ। আগামী ৫ মে গানটি প্রকাশ পাবে সিএমভির ব্যানারে। ২০১৯ সালে ইমরান-পড়শী জুটির ‘আবদার’ নামের একটি দ্বৈত গান প্রকাশ পেয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ