দর্শক জনপ্রিয় কন্ঠশিল্পী ও সুরকার মোমিন বিশ্বাস কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা পজেটিভ হওয়ার পর বাসাতেই আইসোলেশানে থেকে নির্দিষ্ট সময়ের পর সুস্থ হয়ে ওঠেন। বর্তমানে এই কণ্ঠশিল্পী আগের থেকে অনেকটাই সুস্থ ও স্বাভাবিক। করোনায় চারদিকের মানবেতর অবস্থায় বিচলিত মোমিন সিদ্ধান্ত নেন ঘোষণা দিয়েই প্লাজমা দেওয়ার। সেই সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে একটি পোস্ট দেন-তাতে প্লাজমা দেওয়ার আহ্বান জানান এই তরুন জনপ্রিয় কণ্ঠশিল্পী।
মোমিন বিশ্বাস বলেছেন, একজন করোনা রোগীকে সুস্থ করে তোলার জন্য প্রচুর প্লাজমার প্রয়োজন হয়। এই কারণে সকলের কাছে প্লাজমা দান করার আবেদন জানিয়েছেন তিনি। এর আগেও মোমিন বিশ্বাস বরেণ্য অভিনেতা আবুল হায়াতের জন্য প্লাজমা দিতে চেয়েছিলেন। এ ব্যাপারে তখন নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী এ প্রতিবেদককে জানাবেন বলেও আর সাড়া দেননি। এ ব্যাপারে মোমিন বলেন, চেয়েছিলাম গোপনেই প্লাজমা দেবো। কিন্তু বুঝলাম সেটি হবে না, তাই ঘোষণা দিয়েই প্লাজমা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছি। চাইলে এ (+) রক্তের গ্রুপের যে কেউ যোগাযোগ করতে পারেন। সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস একাধারে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী।
সম্প্রতি তার সুরে কিংবদন্তী সাবিনা ইয়াসমিন একটি গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়া একটি সিনেমার জন্য আরেক কিংবদন্তী গাজী মাজহারুল আনোয়ারের লেখা তিনটি গানে মোমিন সুর ও কণ্ঠ দিয়েছেন। পাশাপাশি সম্প্রতি জনপ্রিয় কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার, বাঁধন ও লাবনীকে নিয়ে আধুনিক গানেও কাজ করেছেন। তবে সরকারি অনুদানে জনপ্রিয় অভিনেত্রী রোজিনার পরিচালিত সিনেমায় সাবিনা ইয়াসমিনের পাশাপাশি মোমিন বিশ্বাসও দ্বৈতকণ্ঠ দিয়ে প্রশংসা কুঁড়িয়েছেন।
Leave a Reply