বাংলাদেশের শোবিজের সম্ভাবনাময়ী মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। একাধিক বিজ্ঞাপনে মডেল হয়ে নিজের পরিচিতি বাড়িয়েছেন আগেই। কাজ করেছেন ওয়েব সিরিজে ও। তবে তাও খুব একটা বেশি না। এবার মারিয়া মীমকে দেখা যাবে সিনেমায়। তবে তার বিপরীতে কোন নায়ক নেই। সিনেমার নাম “গুলশানের চামেলী”। গল্পের কারনে এই সিনেমায় কোন নায়ক নেই। সিনেমাটি পরিচালনা করবেন প্রযোজক ইকবাল।
তিনি বলেন, আমাদের তিনটি সিনেমা একসাথে ঘোষনা হয়েছে প্রথম আমরা “রিভেঞ্জ” সিনেমার কাজ শুরু করছি। এরপরই শুরু করবো “গুলশানের চামেলী”। যার কারনে আমরা সব প্রস্তুতি শেষ করে নিয়ে এসেছি। আমরা কয়েকজন অভিনয় শিল্পীকে চুক্তিবদ্ধ করিয়েছি। মারিয়া মীম তাঁদের মধ্যে অন্যতম। বাকি কারা কাজ করবেন তা আমরা শিগগিরই জানাব। তবে ভারতের একজন নায়িকা এই ছবিতে থাকবেন।
মারিয়া বলেন, যখন নিয়মিত কাজ শুরু করলাম তখন থেকে প্রস্তাব আসা শুরু হয়েছে চলচ্চিত্রে অভিনয়ের। ব্যাটে বলে মিলেনি বলে করা হয়নি। অবশেষে চমৎকার গল্পের একটি চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে রাজি হলাম। আশা করছি খুব ভালো অভিজ্ঞতা হবে।
Leave a Reply