প্রথমবারের মতো সিনেমায় কাজ করছেন অভিনেত্রী মিথিলা। ‘অমানুষ’ নামের সিনেমায় তিনি জুটি বেঁধেছেন নায়ক নিরবের সঙ্গে৷ এরইমধ্যে ছবিটির শুটিং শেষ করেছেন পরিচালক অনন্য মামুন। ৪ মে প্রকাশ পেলো ছবিটির ফাস্ট লুক। এখানে দেখা গেলো নিরবকে প্রায় ন্যাড়া মাথা। ময়লা লেগে থাকা জলপাই রঙা শার্ট। গলায় বড় আকারের তাবিজ। কালচে তামাটে মুখ। কোমরের বেল্টে পিস্তল গুঁজে রাখা।
সব মিলিয়ে নিজেকে আমূল বদলে ফেলেছেন নিরব হোসেন। তার পেছনে রিভলবার হাতে রাফিয়াত রশিদ মিথিলা। ঘন সবুজ বনের মাঝে দাঁড়িয়ে আছেন তারা। এভাবে পাওয়া গেলো পোস্টারে নিরব মিথিলাকে। পোস্টারটি ভক্তদের জন্য সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন নিরব-মিথিলা এবং পরিচালক অনন্য মামুন। অনন্য মামুন জানান, অমানুষ’ ছবিতে ডাকাতের চরিত্রে অভিনয় করছেন নিরব। মিথিলাকে দেখা যাবে বিদেশফেরত বাংলাদেশি নারীর চরিত্রে।
Leave a Reply