আসছে মিউজিক্যাল ফিল্ম ‘গাঁজাখোর’ । আর এতে অভিনয় করলেন মডেল ও অভিনেতা সাফি খান । এটি রচনা ও পরিচালনা করেছেন এসএম কারিম। গানের কন্ঠশিল্পী, গীতিকার এস.কে মাসুদ। গানটি সুর করেছেন এস.কে মাসুদ এবং বায়েজিদ আহমেদ অপু। ডি.ও.পি ছিলেন সোহেল খান। মিউজিক্যাল ফিল্মটি প্রযোজনা করছেন এস.কে মাল্টিমিডিয়া, এস কে খান। সাফি খান ছাড়া এতে আরো অভিনয় করছেন কেয়া, সাগর রেইন প্রমুখ। গত ২৫ এপ্রিল বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিত্রায়িত হয়েছে। মিউজিক্যাল ফিল্মটি আগামীকাল শেকড় মাল্টিমিডিয়া প্রকাশ পাবে।
এ প্রসঙ্গে সাফি খান বলেন, গল্পটা সত্য এবং সমসাময়িক ঘটে যাওয়া ঘটনার আলোকে নির্মিত। একজন মানুষ যখন তার প্রিয় ভালোবাসার মানুষটিকে হারিয়ে যখন একা হয়ে যায়। তখন তার এই পৃথিবীর কোন কিছু ভালো লাগে না। সে জীবনের মায়া ত্যাগ করে বিপথে চলে যায়। বিভিন্ন ধরনের নেশায় জড়িয়ে ফেলে। গাঁজাখোর তেমনি একটি গল্প। আশা করছি সবার ভালো লাগবে। তাই সবাইকে দেখার আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য, এর আগে অভিনেতা সাফি খান অনেক গান, নাটক, ক্রাইম সিরিজ ফাঁদসহ অনেক সিনেমাতে অভিনয় করেছেন। তার মধ্যে শাকিব খানের ‘আগুন’ ছবিতে কাজ করেছেন।
Leave a Reply