বেকারত্ব অবস্থা দূরীকরনে ও সকল হতাশা কাটিয়ে এবার এসিআই’র ট্রাক্টর কিনে স্বাবলম্বী হলেন অভিনেতা সনি রহমান। সেই সাথে দূর হলো সনি রহমান ও অভিনেত্রী দোলন দে’র দাম্পত্য জীবনের সকল সমস্যা।
এই অভিনেতা ও অভিনেত্রীর দাম্পত্য জীবন বাস্তবে না হলেও এআরবিড্ট প্রডাকশন হাউজের ব্যানারে আতিকুর রহমান বেলাল ও মাকসুদুল হক ইমো’র পরিচালনায় সনি রহমান ও দোলন দে এই দুইজনকে জুঁটিবদ্ধ করে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনায় শুটি শেষ হলো এসিআই’র সোনালীকা ট্রাক্টরের অভিসি’র কাজ। এই অভিসিটির মধ্য দিয়ে সনি রহমানের সাথে এই প্রথম দোলন দে কে দেখা যাবে। ঈদ উলক্ষ্যে তরুণ কৃষি উদ্যাক্তাদের মাথায় রেখে ব্যতিক্তম একটি গল্প নিয়ে এই অভিসিটি নির্মাণ করা হয়। অভিসিটিতে চিত্র গ্রাহক হিসেবে কাজ করেছেন মিঠু মনির।
Leave a Reply