সম্প্রতি ঢাকার অদূরে নির্মিত হলো একক নাটক “গেইম”। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নূর-ই-আলম সুমন।জিনয়া’স প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে। নাটকটিতে অভিনয় করেছে চমকতাঁরা, পলাশ লোহ, আল-মামুন,তন্ময় বিশ্বাস, মিজানুর রহমান, সাথী, ইকতা,। নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে নিশ্চিত করেন পরিচালক।
এ গল্পে দেখা যাবে, পরিবারের সবাই মিলে ঐশির জন্য পাত্র ঠিক করে। ঐশি পাত্র দেখে অপছন্দ করে বাসা থেকে পালিয়ে বান্ধবীর বাড়িতে চলে যায়। বান্ধবীর বাসায় এসে পরিচয় হয় রবি নামে উচ্চশিক্ষিত এক ছেলের সাথে।ছেলেটা টিউশনি করে চলে।বিদেশী একটি প্রজেক্টে আশায়। ঐশির সাথে পরিচয় থেকে প্রেম। হঠাৎ আমেরিকা থেকে আসে বান্ধবীর ভাই শিমুল। শিমুল ঐশিকে দেখে প্রেমে পড়ে যায়।তারপর নাটকটিতে নানা ধরণের ঘটনা ঘটতে থাকে।
Leave a Reply