পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ হতে যাচ্ছে সৌমিত্র ঘোষ ইমন পরিচালিত একক নাটক ‘ওয়াইফ যখন হাজব্যান্ড’। আর্থিক সজীবের কাহিনী ও চিত্রনাট্যে প্রধান দুটি চরিত্রে ইমতু রাতিশ ও অলংকার চৌধুরী। আলোচিত এই নাটকের গল্পে দেখা যাবে, স্ত্রী ও স্বামীর মধ্যে নিজ নিজ কাজ নিয়ে প্রায়ই ঝগড়া হয়, এক সময় স্বামী স্ত্রী কে চেলেঞ্জ করে সে তার স্ত্রীর সব কাজ করবে এবং স্ত্রী তার স্বামীর কাজ গুলো করবে। এই চ্যালেঞ্জে স্বামী ও স্ত্রী দুজনেই রাজী হয়। কিছুদিন অদল বদল কাজ৷ করতে গিয়ে নিজ নিজ কাজের গুরুত্ব ও কর্ম ক্ষমতা বুঝতে পেরে দুজনেই আবার আগের মত যার যার কাজ শুরু করে। এ ঘটনা থেকে ‘ওয়াইফ যখন হাজব্যান্ড’ নাটকটির নামের স্বার্থকতা পাওয়া।
নাটকের অন্যতম প্রধান চরিত্র অলংকার চৌধুরী জানান, নাটকের গল্প শুনেই কাজটি করতে রাজি হয়েছি। আমি আশাবাদী যে নাটকটির প্রথম ২ মিনিট দেখবে সে পুরো নাটক না দেখে উঠতে পারবে না। বাকিটা দর্শকরা দেখে মন্তব্য করবে।
নাটকটি নিয়ে নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, খুব যত্ন নিয়ে কাজটি করেছি, সামাজিক ও কমেডি ধারার গল্পে নির্মিত নাটক আশাকরি দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ভালো লাগবে। নাটকটি নিয়ে পরিচালক, শিল্পী ও কলাকুশলী সবাই আশাবাদী। কমেডি ও সামাজিক ম্যাসেজ ভিত্তিক এ নাটক অনলাইনে অবমুক্ত হবে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায়।
Leave a Reply