ইউটিউবে বর্তমান সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ রহমান লাবনী! ধীরে ধীরে চলচ্চিত্রের গানে ব্যস্ত হয়ে পড়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে নিয়মিত কন্ঠ দিচ্ছেন এই সুন্দরী কণ্ঠশিল্পী! সৌন্দর্যের সঙ্গে কণ্ঠ দিয়েও শ্রোতাদের মনোযোগ কেড়েছেন। তারই ধারাবাহিকতায় সুদীপ ফারুক খান এর বড় বোন শাহনাজ রহমান স্বীকৃতি’র সুরে এবং উজ্জ্বল সিনহার সঙ্গীত আয়োজনে ‘মনের মাঝে’ শিরোনামে নতুন একটি গান সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে!
আশিকুর রহমান এর পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন লাবনী নিজেই! প্রসঙ্গত, গত কয়েক মাসেই লাবনী কন্ঠ দিয়েছেন বেশকিছু চলচ্চিত্রের গানে! এর মধ্যে অন্যতম হল মনতাজুর রহমান আকবর পরিচালিত আয়না, হারকিউলেস, ছেলে কেন চাকর, যেমন জামাই তেমন বউ, ঘর ভাঙ্গা সংসার এবং রাকিবুল আলম রাকিব পরিচালিত আমি বিয়ে করবোনা, মানুষ কেনো অমানুষ!
Leave a Reply