রবিবার (২৭ জুন) জি-সিরিজ ব্যানার থেকে প্রকাশিত হতে যাচ্ছে তাজরীন গহরের আরোও একটি নতুন সংযোজন। ধারাবাহিকভাবে এই সুকণ্ঠি কণ্ঠশিল্পী তাজরীন গহর কিছু মৌলিক গান উপহার দিয়ে বাংলা গানের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই তার কিছু গান শ্রোতাদের মন জয় করে তাঁকে একজন জনপ্রিয় সংগীতশিল্পী হতে সাহায্য করেছে। এ পর্যন্ত তার যে ক’টি গান প্রচার হয়েছে তার বেশির ভাগই শ্রোতাদের মন জয় করতে পেরেছে এবং তার নিদর্শন আমরা ইউটিউব চ্যানেলের বোদ্ধা শ্রেণীর শ্রোতাদের ইতিবাচক মন্তব্যে পেয়েছি। কণ্ঠশিল্পী তাজরিন গহর এই গানটির ব্যাপারেও প্রচন্ড আশাবাদী। তিনি কৃতজ্ঞতা জানান জি সিরিজের কর্ণধার ও সম্মানিত প্রতিটি সদস্যকে যারা তাঁকে প্রথম থেকে উৎসাহ দিয়ে গেছেন এবং সহযোগিতা করেছেন সর্বাঙ্গীণ। এই গানটির রচয়িতা সামরীন শিরিন, সুরকার প্রখ্যাত সরোদ শিল্পী তানিম হায়াত খান রাজিত এবং সঙ্গীত করেছেন এজাজ ফারহা।
Leave a Reply