সম্প্রতি নির্মিত হলো এস এ টিভির ধারাবাহিক নাটক নতুন ‘গোড়াতে গলত’।নাটকটি রচনা করেছেন জাহিদ বাবুল পরিচালনা করেছেন সোহেল রানা।
duet.com পরিবেশনায় এসএমএস প্রযোজিত, সম্পূর্ণ গ্রামীণ পটভূমিতে নির্মিত হচ্ছে সিরিয়াল গোড়াতেই গলদ। গ্রামের মানুষের জীবন যাত্রা নির্ভর গল্প। অভিনেতা জিদান সরকার বলেন, সম্পূর্ণ গ্রামীণ পটভূমিতে নির্মিত গ্রামের নাটকে অভিনয় করতে ভালো লেগেছে আমার। আশা করছি দর্শকদের নাটকটি ভালো লাগবে।
‘গোড়াতে গলদ’ ধারাবাহিকটিতে জিদান ও মিষ্টি মারিয়া ছাড়াও আরো অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, শিশির আহাম্মেদ, বড়দা মিঠু, তারিক স্বপন ,সাইকা আহাম্মেদ, হেদায়েত তুর্কি ,জামাল রাজা, ফারুক আহমেদ ,মারিয়া মম আরো অনেকে।
Leave a Reply