জমজমাট প্রতিবেদক: লাইফ সাপোর্টে কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। হঠাৎ করে আজ ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা বেশ গুরুতর। বর্তমানে তিনি এই হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আলাউদ্দিন আলীর সহধর্মীনি। এই কিংবদন্তির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, রকার, বেহালাবাদক, সঙ্গীতজ্ঞ, গীতিকার এবং সঙ্গীত পরিচালক হিসাবে তুমুল জনপ্রিয় আলাউদ্দিন আলী ১৯৫২ সালের ২৪শে ডিসেম্বর মুন্সীগঞ্জের টংগিবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সঙ্গীত পরিচালক হিসেবে ৭ বার এবং গীতিকার হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। আলাউদ্দিন আলী ১৯৭৫ সালে সঙ্গীত পরিচালনা করে বেশ প্রশংসিত হন।
Leave a Reply