মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন
Uncategorized

অপ্সরা সিকদার এর একক নাটক ‘বিবাহিত প্রেমিক’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

কিশোর রাব্বানীর পরিচালনায় নির্মিতব্য নাটক ‘বিবাহিত প্রেমিক’। নাটকটিতে অভিনয় করছেন অপ্সরা সিকদার। নিল এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত। এই নাটকটি প্রচারিত হবে একটি বেসরকারি চ্যানেলে।

অভিনেত্রী অপ্সরা সিকদার ছাড়াও এ নাটকে বেশ কিছু নতুন মুখ দেখা যাবে।
রাজধানী ও ঢাকার বাহিরে নাটকটির স্যুটিং শেষ হয়েছে।বর্তমানে সম্পদনার কাজ চলছে। নাটকটির ডিওপি ছিলেন আর আই লিপ্সন। নাটকটিতে সহকারি পরিচালকের দায়িত্ব পালন করেন জিসান।মেক-আপে ছিলেন কাজল রানা।

এই নাটকে আরো যারা অভিনয় করেছেন- রাসেল গাজী, মাসুদ, পারভেজ,সিমু আহমেদ, রিয়া,নভেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ