জমজমাট ডেস্ক: অবশেষে স্বস্তির খবর বচ্চন পরিবারে। প্রায় এক মাস যুদ্ব করে করোনা জয় করলেন অভিষেক বচ্চন। বাবা অমিতাভ বচ্চন, স্ত্রী ঐশ্বর্য ও মেয়ে আরাধ্যা আগেই সুস্থ হয়েছিলেন৷ এবার নিজের করোনা নেগেটিভ হওয়ার খবর ট্যুইট করে জানালেন অভিষেক বচ্চন।
ট্যুইট করে তিনি জানান, প্রমিস প্রমিসই হয়! আজ দুপুরে আমার কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে৷ আমি আগেই বলেছিলাম করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিতবই৷ যারা আমার সুস্থ হওয়ার প্রার্থনা এতদিন করেছেন তাঁদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷ নানাবতী হাসপাতালের ডাক্তার ও নার্সদের বিশেষ ধন্যবাদ৷ তাঁরা যা এতদিন করেছেন, অসাধারণ৷ থ্যাঙ্কিউ!
Leave a Reply