নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ নতুন একটি গান নিয়ে শ্রোতাদের মাঝে উপস্থিত হবেন শিঘ্রই। গানটির শিরোনাম ‘প্রেমের মন্ত্র’। গানটি লিখেছেন রিপন মাহমুদ এবং সুর ও সঙ্গীত দিয়েছেন বেলাল খান। সম্প্রতি গানটির রেকর্ডিং শেষ হয়েছে। শিগগির বের হচ্ছে গানটির একটি ভিডিও। এম আর বেষ্টমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
কুমার বিশ্বজিৎ বলেন, দারুণ কথার একটি গান। সুরও ভালো হয়েছে। আমি চেষ্টা করেছি কথা ও সুরের সঙ্গে তাল মিলিয়ে একটি শ্রুতি মধুর সঙ্গীত করার।
সব মিলিয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
জানাগেছে গানটির ভিডিও পরিচালনা করবেন জ্বী স্বাধীন। এটি সিলেটের সুনামগঞ্জ’র বিভিন্ন লোকেশনে সামনের সপ্তাহের প্রথম দিকে শুটিং হওয়ার কথা রয়েছে।
Leave a Reply