জমজমাট প্রতিবেদক: করোনাকালে এলো ঈদ। এই ঈদে হাতেগোনা কিছু নাটক প্রচার হয়েছে। করোনার কারণে অনেক নির্মাতা অভিনয় শিল্পীই কাজ করতে পারেনি। প্রতিবছর ঈদ উপলক্ষে ভিন্ন রকম আয়োজন থাকলেও করোনার কারণে এবার ছিল ব্যতিক্রম। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত নাটকের মধ্যে আলোচনায় এসেছে জুয়েল হাসান পরিচালিত ‘বিয়াইন সাব’ নাটকটি। আরিফ খান স্বাধীনের রচনায় সম্পূর্ণ ফ্যামিলি সেন্টিমেন্টের নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, জিদান সরকার, কেয়া পায়েল ও ফাহমি। নাটকটি এরইমধ্যে ইউটিউবে দেখা হয়েছে প্রায় ২৫ লাখ বার।
এ নাটকের অভিনেতা জিদান সরকার বলেন, ‘এবারের ঈদে বেশ কিছু নাটকে কাজ করেছি। তারমধ্যে অন্যতম একটি কাজ ছিল ‘বিয়াইন সাব’ নাটকটি। তবে এত সাড়া পাবো নাটকটিতে কাজ করার আগে বুঝতে পারিনি। অবাক হয়েছি দর্শকের ভালোবাসা দেখে। সবাইকে ধন্যবাদ নাটকটি দেখার জন্য। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রোরণা।’
Leave a Reply