জমজমাট প্রতিবেদক: বাংলা আধুনিক গানের সুরের আকাশে ধ্রুবতারার মতো উজ্জ্বল এক নাম আলাউদ্দিন আলী। গুণী এই সুর স্রষ্টা বহু স্মরণীয় গানের সুরকার। চিরায়ত বাংলা গানের সুরের সঙ্গে আধুনিক সংগীত ভাবনার অসাধারণ সংযোগ স্থাপন করেছেন আলাউদ্দিন আলী। বাংলা সংগীতের গুণী এ মানুষটি রোববার বিকেল ৫টা ৫০ মিনিটে মারা যান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত-চলচ্চিত্রসহ বাংলাদেশের শোবিজে।
উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সুরস্রষ্টা আলাউদ্দিন আলীর জনপ্রিয় ও কালজয়ী কিছু গানের মধ্যে উল্লেখযোগ্য- একবার যদি কেউ ভালোবাসতো, যে ছিল দৃষ্টির সীমানায়, শেষ কোরোনা শুরুতে খেলা, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, ভালোবাসা যতো বড় জীবন ততো বড় নয়, দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, হয় যদি বদনাম হোক আরো, আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার, সুখে থাকো ও আমার নন্দিনী, সূর্যদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, জন্ম থেকে জ্বলছি মাগো, বন্ধু তিনদিন তোর বাড়িত গেলাম দেখা পাইলাম না, যেটুকু সময় তুমি থাকো পাশে, এমনওতো প্রেম হয় চোখের জলে কথা কয়, কেউ কোনদিন আমারেতো কথা দিল না, আমায় গেঁথে দাওনা মাগো একটা পলাশ ফুলের মালা, শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, মাঝি তুমি মাঝ গাঙ্গে নাও বাইয়া যাও, যেভাবে বাঁচি বেঁচে তো আছি, ইষ্টিশানের রেইলগাড়ীটা, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, বাবা বলে গেলো আর কোনদিন গান কোরোনা, তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার, সাগরিকা, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, হারানো দিনের মতো হারিয়ে গেছ তুমি, ভুলে গেছে শান্ত ভুলিনি আমিতো, দু:খ ছাড়া হয়না মানুষ, বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, তোমাকে চাই আমি আরো কাছে, ঝরঝর বারি ঝরে, বিচ্ছু মুক্তিসেনা, আমি আছি থাকবো ভালোবেসে মরবো, সানি সানি ডে, তোমারো দুনিয়া দেখিয়া শুনিয়া, কাগজ আছে কলম আছে ও কি বা যাদু জানো।
আলাউদ্দিন আলীর নিজ কন্ঠে গাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য গান হচ্ছে- তুমি আরেকবার আসিয়া, যাও মোরে কান্দাইয়া, রাঙামাটির রঙ্গে চোখ জুরালো, ধনে আর ধানে ভরা, চক্ষের নজর এমনি কইরা, কত কাদলাম কতগো সাধলাম, যে আমাকে ভালোবাসে ভালো চোখে দেখেনা সে, স্বজনীগো, ছুইয়োনা ছুইয়োনা, এমনি করে একদিন প্রেম হয়ে যায়, আমি জোতিষীর কাছে যাবো, মানিকগঞ্জের বড়মিয়া, বুকে আমার আগুন জ্বলে, প্রেমের আগুনে, হায়রে স্মৃতি বড় জ্বালাময়, ও আমার বাংলা মা তোর, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, পাবো কিনা আমি তা জানিনা(অন্যজীবন), পারিনা ভুলে যেতে, স্মৃতিরো মালা গেথে, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, শুধু কি আমার ভুল, আমার মনের ভিতর অনেক জ্বালা আগুন হইয়া জ্বলে, অন্তর জ্বালাইলা, সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমেরে, আর কোনো অনুরোধ, এমনোতো প্রেম হয়, চোখের জ্বলে কথা কয়, এসোনা আমার জীবনের জীবন, তুমি চলে গেছো আমারে কাঁদিয়ে, কিছুতেই তারে আর বোঝানো গেলোনা, আবার কখন কবে দেখা হবে বন্ধু, দু:খ দেয়ার মানুষটা হারিয়ে গেছে, যদি কোনোদিন কোনো মুক্তির কথা লিখতে হয়, আমি যে প্রেমে পড়েছি, দয়াল কি সুখ তুমি পাও, দিন থাকিতে হাইট্টা যাইয়ো, দেরি কইরোনা, তুমি আমার মনের মানুষ ইত্যাদি।
Leave a Reply