২৬ আগস্ট দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন কলকাতার জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান। এবার ছেলে ঈশানকে নিয়ে প্রথম পূজা কাটবে নায়িকার। আর তাই ছেলেকে নিয়ে পূজার পরিকল্পনা জানালেন নুসরাত।
নুসরাত বলেন, ‘এ বছর আমার খুদেটার (ঈশান) প্রথম পুজো। তাই এবার বেশি সময়টা ওর সঙ্গেই কাটাব। তবে এ বছর সুস্থতা জরুরি। তাই বেশিরভাগ সময় বাড়িতে থাকবো। সবার সঙ্গে আনন্দ করবো বাড়িতেই।’
এরইমধ্যে ছোট্ট ঈশানকে সামলে লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় ফিরেছেন নুসরাত। নতুন ছবি ‘জয় কালি কলকাত্তাওয়ালি’-এর শুটিং শুরু করেছেন। পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত এ ছবিতে নুসরাতের চরিত্রের নাম রাকা। এতে তার বিপরীতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী।
নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘রাকা একটা খুব সাধারণ মেয়ে। একটু বোকাও। ও বিশ্বাস করে পৃথিবীতে কেউ খারাপ হতেই পারে না। একটা অষ্টধাতুর কালীমূর্তি চুরির ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবির গল্প।’
একদিকে সন্তানের দেখাশোনা, অন্যদিকে শুটিংয়ে ব্যস্ত নুসরাত বলেন, ‘রাতে ঘুমাচ্ছি না আর দিনের বেলা কাজ করছি। আসলে জীবনে অনেকগুলো দায়িত্ব আর চরিত্র পালন করতে হয়। আমি একদিকে যেমন অভিনেত্রী, অন্যদিকে একজন মা, একজন মেয়ে আবার জনপ্রতিনিধিও। সবকিছু সামলানো সত্যিই খুব কঠিন।’
প্রসঙ্গত, সন্তান জন্মের পর নবজাতকের পিতৃপরিচয় লুকিয়ে বেশ কটাক্ষের মুখে পড়েন নায়িকা। নুসরাতের মা হওয়া নিয়ে প্রচুর আলোচনা-সমালোচনা হয়েছে। অবশ্য পরে জানা গেছে, অভিনেতা যশ দাশগুপ্তই নুসরাতের সন্তানের বাবা।
Leave a Reply