ছিটমহল সমস্যা ও সমাধানের গল্প নিয়ে চলচ্চিত্র পরিচালক জাহিদ হোসেন নিজের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে নির্মাণ করতে যাচ্ছেন রাজনৈতিক ও প্রেমের গল্পের সিনেমা ‘জাগরণ’। এই সিনেমারই কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করার জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।
এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘ছিটমহল সমস্যা ও সমাধানের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হবে। সবকিছু মিলিয়ে সিনেমার গল্পটি দারুণ। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শকও পছন্দ করবেন।’
জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর সিনেমাটির শুটিং শুরু হবে। এক্সেল ফিল্মস এর ব্যানারে ‘জাগরণ’ সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার ও সামসুদ্দিন টিপু।
ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করতে চান ওমর সানী। দীর্ঘ ক্যারিয়ারে নায়ক চরিত্রে অভিনয় করলেও এখন চরিত্র নিয়ে খেলতে চান তিনি। বর্তমানে ফিল্ম ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এই অভিনেতা। তিনি নির্বাচিত হওয়ার পর ক্লাবটিকে নতুন রুপ দিয়েছেন। এখন ক্লাবে সাধারণ সদস্যদের আনাগোনা বেড়েছে। ক্লাবের আরও উন্নয়ন করতে ফিল্ম ক্লাবের সভাপতি পদে আবারও নির্বাচন করতে চান এই দাপুটে অভিনেতা।
বর্তমানে ওমর সানীর হাতে রয়েছে ‘সোনার চর’, ‘কানাগলি’, ‘বসন্ত বিকেল’, ‘বাংলার ভাবী’সহ বেশ কয়েকটি সিনেমা।
Leave a Reply