বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মাতা সুমন ধর নির্মাণ করেছেন জাতীয় শোক দিবসের বিশেষ কাহিনিচিত্র ‘আমাদের খোকা’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, বড়দা মিঠু, পাভেল, পায়েল, রানা মল্লিক’সহ আরও অনেকে। ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত কাহিনিচিত্রটি আজ রাত ৮:৩০ মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে।
গল্পে দেখা যাবে, হামিদ মিয়া একজন খোকার (বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর) আদর্শের গড়া মানুষ! হামিদ মিয়া বরাবরই দেশ এবং তার খোকাকে নিয়ে চিন্তিত, সে মৃত্যু ভয় থেকেও বেশি ভয় পায় খোকার আদর্শ থেকে এদেশের মানুষ যেন কখনো বিচ্যুত না হয় আর তাইতো এখনো বাচ্চা, কিশোর আর তরুণদের দেখলেই খোকার জীবন দর্শন ও আদর্শ তুলে ধরে। এর জন্য অনেকে তাকে পাগল বলেই আখ্যা দিলেও অকপটে তিনি স্বীকার করেন তিনি দেশ এবং খোকার প্রেমে পাগল এই পাগল আখ্যা নিয়েই যেনো মৃত্যু বরন করতে পারে। পত্রিকার পাতা খুললেই দেশের অরাজকতা সংবাদ তাকে ভীত করে তুলে। এটা নিয়ে প্রায়ই তার স্ত্রীর বকুল বানুর সাথে কথা কাটাকাটি হয়। প্রতিবাদী হামিদ মিয়া তার খোকার আদর্শে কখনো দাগ লাগতে দিবে না আর তাইতো প্রতিবাদ করতে সে একপাও কখনো পিছু হয় না। এমন গল্পে নির্মিত হয়েছে জাতীয় শোক দিবসের বিশেষ কাহিনিচিত্র ‘আমাদের খোকা’।
Leave a Reply