বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জাতির পিতার জীবন ও কর্মের ওপর স্থিরচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আয়োজন, চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
জানা গেছে, প্রদর্শনীতে জাতির পিতার কর্মময় জীবনের ১০১ টি স্থিরচিত্র স্থান পায়। ফিল্ম আর্কাইভ ভবনের দোতালায় প্রদর্শনীটি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ সাপেক্ষে সকলের জন্য উম্মুক্ত থাকবে।
এ ব্যাপারে ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবীর বলেন, ‘আমরা চেয়েছিলাম আগামী প্রজন্মের জন্য উপযোগী স্থিরচিত্র প্রদর্শনী করতে সেটা পেরেছি বলে মনে হয়। এ প্রজন্মের কাছে অনুরোধ থাকবে তারা যেন নিজেদের ইতিহাসের পাঠকে ঝালাই করতে একটিবারের জন্য হলেও প্রদর্শনীটি দেখতে আসেন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে ইতিহাস সন্ধিৎসুরা যে কোনো সময় এসে আয়োজনটি উপভোগ করতে পারেন। এবার আমাদের আয়োজনের পরিকল্পনা ছিলো অনেক কিছু। কিন্তু করোনার প্রকোপে আয়োজন কমাতে হয়েছে। ভালো লাগছে বেশকিছু দুর্লভ স্থিরচিত্র এখানে প্রদর্শনের ব্যবস্থা করতে পেরেছি।’
Leave a Reply