আসছে (১৭ এপ্রিল) রবিবার প্রকাশ পাবে এম এস মিউজিক ইউটিউব চ্যানেলে নতুন মিউজিক ভিডিও ‘হইও আমার লাশের মুখো মুখি’।গানটির গীতিকার ও সুরকার নুর হোসেন হৃদয়।সঙ্গীত আয়োজনে মান্নান মোহাম্মদ। গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী এ কে আজাদ। মডেল হিসাবে কাজ করেছেন -সাদিকুল ইসলাম,আদ্রিতা সোনিয়া,জাহাঙ্গীর রাজু,ইব্রাহীম সহ আরো অনেকে।মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জাহাঙ্গীর গাজী।
পরিচালক জাহাঙ্গীর গাজী বলেন,গানটি যখন আমি প্রথম শুনি আমার কাছে গানের কথা এবং সুর অসাধারন মনে হয়েছে,।গানের সাথে ভিজুয়াল ঠিক রাখার জন্য খুজতে থাকি লোকেশন,অবশেষে মনের কল্পনার সাথে মিলে যায়।
জামালপুরের ইসলামপুরে গোঠাইল গ্রামের যমুনা নদীর বিশাল চর,অতঃপর শুটিং টিম নিয়ে চলে যাই। সেই স্থানে,এক দিন একরাত শুটিং করে শেষ হয় মিউজিক ভিডিও ‘হইও আমার লাশের মুখো মুখি’ র কাজ।,আশা করি নতুন লোকেশন নতুন চিন্তা ধারা নিয়ে নির্মিত ভিডিও টিকে দর্শক মনে সারা দিবে।
Leave a Reply