মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন
Uncategorized

নিউ ইয়র্ক মাতালো চিরকুট ব্যান্ড

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৭ মে, ২০২২

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিশ্বখ্যাত ব্যান্ড স্করপিয়ন্সের সঙ্গে গাইল দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। ৫০ বছর আগে একাত্তরে একই ভ্যেনুতে বাংলাদেশের মুক্তিকামী মানুষের জন্য কনসার্টের আয়োজন করেছিলেন জর্জ হ্যারিসন।

সেখানে বিটলসের পাশাপাশি সেতার পরিবেশন করেছিলেন পণ্ডিত রবীশংকর। আরও ছিলেন বব ডিলান।

ম্যাডিসন স্কয়ারে পয়ারফর্ম শেষে শনিবার সকাল ১১টার পর ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি।

ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘ইতিহাস পুনঃনির্মাণ। গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে এইমাত্র বিশ্বের সবচেয়ে অন্যতম বিশ্বখ্যাত ব্যান্ড স্করপিয়ন্সের সঙ্গে গাইলাম আমরা। এর মাধ্যমে আমাদের দেশকে গর্বিত করার চেষ্টা করেছি।

‘স্কর্পিয়ানস এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেনের দর্শকরা যারা আমাদের শুনেছে তারা বলেছে ‘তোমাদের গায়কি প্রাণবন্ত এবং দুর্দান্ত’- যোগ করেন সুমি।

এই কনসার্টের উদ্দেশে ৪ মে রাতে ঢাকা ছাড়ে চিরকুট। এটির আয়োজক বাংলাদেশের আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটি ও ইউএনডিপি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ