জমজমাট ডেস্ক
বৃহস্পতিবার (৯ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার নূরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে দেশের বাজারে আবারো ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৭ টাকা বেড়েছে।
দাম নির্ধারণ করেছে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।বৃহস্পতিবার থেকেই এ দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, এক লিটার খোলা সয়াবিন তেলের খুচরা মূল্য ধরা হয়েছে ১৮৫ টাকা। আর বোতলজাত এক লিটার সয়াবিন তেলের খুচরা দাম বেড়ে হয়েছে ২০৫ টাকা। যা আগে ছিল ১৯৮ টাকা।
এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম সর্বোচ্চ ৯৯৭ টাকা করা হয়েছে। যেটি ৯৮৫ টাকায় বিক্রি হচ্ছিলো। আর এক লিটার খোলা পাম তেলের দাম বেড়ে হয়েছে ১৫৮ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) এ কে এম আলী আহাদ খান।
নির্ধারিত দাম থেকে বেশি দামে তেল বিক্রি করা হলে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।
Leave a Reply