জমজমাট ডেস্ক
শুক্রবার (১০ জুন) সন্ধ্যার আগে রাজধানীর গুলশান এলাকায় তুরাগ নামের একটি চলন্ত বাসে আগুন লেগেছে। গ্যাস সিলিন্ডারের সংযোগ ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে, গুলশান খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। তিনি বলেন, তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।
এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটিরত কর্মকর্তা এরশাদ বলেন, আমরা আগুন লাগার ঘটনা শুনে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন নিয়ন্ত্রণে দুইটি ইউনিট কাজ করেছে।
Leave a Reply