বিনোদন ডেস্ক
চলতি মাসের ২৫ তারিখে পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে।নতুন তার রেকর্ডের পাল্লা ভারি করছেন। নিজস্ব অর্থায়নে গড়া স্বপ্নের পদ্মা সেতু। এই উপলক্ষ্যে নিমিত হয়েছে ‘ স্বপ্নের পদ্মা সেতু’ শিরোনামের এই সিনেমাটি।
শনিবার (১১ জুন) পদ্মা সেতু এলাকায় বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে বলে তিনি জানান। ‘স্বপ্নের পদ্মা সেতু’ সিনেমাটির প্রযোজনা করেছে ধীমন বড়ুয়া।
আলী আজাদ এর কাহিনী, সংলাপ এবং পরিচালনায়
‘স্বপ্নের পদ্মা সেতু’ সিনেমায় অলিভিয়া মাইশার বিপরীতে আভিনয় করছেন সানজু জন।
সিনেমাটি প্রসঙ্গে অলিভিয়া মাইশা বলেন, পদ্মা সেতু একটি স্বপ্নের নাম। স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিয়েছে। এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে সবার আবেগ-অনুভূতি। গর্বের এই সেতু নিয়ে সিনেমায় আভিনয় করে নিজের কাছেই ভালো লেগেছে।
অলিভিয়া মাইশা জানান, তিনি ছাড়াও এই আভিনয় করছেন হিমেল রাজ, খুকু , রায়হান মুজিব, আশা মজিদ রোজী , আনোয়ার সিরাজী , শাহীন খান , মাসুদ রানা ।
Leave a Reply