রঞ্জু সরকার
বন্যার পানিতে ভাসছে সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রামের মানুষ। বর্ষা মৌসুমের শুরুর দিকে বন্যার পরিস্থিতির দ্রুত কোন সম্ভবনা নেই। এই মাঝে সুনামগঞ্জ ও সিলেট জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এই সুযোগটি কাজে লাগিয়ে ফায়দা লোটার আয়োজন করছে কিছু লোক।
এরই মাঝে বন্যাকবলিত সিলেট ও সুনামগঞ্জ এলাকায় ত্রানকর্মীরা নৌকা ভাড়া করতে গিয়ে হতোভম্বো। নৌকা প্রতি দৈনিক ভাড়া হাঁকা হচ্ছে বিশ হাজার টাকা। মোমবাতির দাম এক’শ টাকা। খাদ্য সামগ্রীর দাম হু-হু করে বাড়ছে। মানুষের এই চুড়ান্ত দূর্দশায় সরকার দলীয় লোকেরা ত্রান নিয়ে মাঠে নামলেও দেশের প্রধান বিরোধীদল বিএনপ ‘র কোন তৎপরতা নেই। চুপচাপ বসে আছে তারা।
জাতীয় পার্টি, হেফাজতে ইসলাম সহ ধর্মপন্থি দল গুলো ও বিএনপি, মানুষের এই দূর্দিনে কেন মাঠে নেই, এই প্রশ্নের জবাবে দলটির সাংস্কৃতিক সংগঠনের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বন্যা দূর্গতদের সাহায্যের ব্যপারে এখনও হাইকমান্ড থেকে কিছু বলেনি’।
তিনি আরো বলেন, ‘বিএনপি তো ক্ষমতায় নেই। এ সব বিষয় সরকারী দলের পাশে থাকার কথ ‘।
Leave a Reply