জমজমাট ডেস্ক
প্রতি বছর জুন মাসের ৩য় রোববার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস। প্রতিবারের ন্যায় এবারও আগামীকাল রোববার (১৯ জুন) সারাবিশ্বে পালিত হবে বাবা দিবস। ঠিক ২দিন আগেই চমৎকার দিন শুক্রবার (১৮ জুন) কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা সনি রহমান।
গেলো শুক্রবার (১৮ জুন) নরসিংদীর মাধবদী হলি ক্রিসেন্ট নামক একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দেন। মা ও শিশু দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন ডাঃ সুমনা রহমান।
অভিনেতা সনি রহমান জানান, আল্লাহর কাছে শুকরিয়া তিনি আমাকে একটি সন্তান দিয়েছেন তাও কন্যা সন্তানের বাবা। অনুভূতিটা কতোটা মধুর তা সন্তান বুকে জড়িয়ে নেয়ার পর বুঝলাম। অনুভূতিটা সত্যিই অসাধারণ। বাবা হওয়ার অনুভূতিটা কি সেটা যাদের সন্তান হয়েছে তারাই একমাত্র বলতে পারবে। তবে আমি মহান সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করছি। বর্তমানে আমার স্ত্রী ও কন্যা দুজনই সুস্থ আছে। তাদের জন্য সকলের কাছে দোয়া কামনা করি।
Leave a Reply