জমজমাট প্রতিবেদক
ধর্ষণবিরোধী গল্পে তরুণ নির্মাতা সাজ্জাদ খান বানিয়েছিলেন ‘সাহস’। সে ছবিটি দর্শকরা যারা দেখেছেন পছন্দ করেছেন। এবার তার দ্বিতীয় ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘কাঠগোলাপ’।
‘কাঠগোলাপ’-এর শুটিং সম্প্রতি শুরু হয়েছে। শুটিং হবে ঢাকার বনশ্রী, উত্তরা ও মিরপুরে।
ছবির নির্মাতা সাজ্জাদ খান বলেন, কাঠগোলাপের ঘ্রাণ অনেকের কাছে প্রিয়। তেমনি কিছু মানুষ আছে যারা সমাজের সব জায়গায় নিজেদের ঘ্রাণ ছড়ান অর্থাৎ তারা সব কাজে লাগেন। অথচ তাদের কাজে কাউকে পাওয়া যায় না। এককথায় সমাজের এমন কিছু ক্রাইসিস, মানসিক দ্বন্দ্বের গল্প আমরা বলতে চাইছি যা আগে বলা হয়নি ।
এই সিনেমার মাধ্যমে দ্বিতীয় বারের মতো জুটি হচ্ছেন কেয়া ও জামশেদ।
ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন কেয়া, জামশেদ শামীম, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, সুজন হাবিব, কুন্তল সহ আরো অনেকে। কাহিনি ও চিত্রনাট্য করেছেন অপূর্ণ রুবেল।
Leave a Reply