জমজমাট ডেস্ক
বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী মালাইকা অরোরা অর্ধ শতাব্দী থেকে এক বছর দূরে। মাত্রই ৪৯ বছরে পা রাখলেন এই সিঙ্গেল মাদার তারকা। মাঝ রাতেই প্রিয়তমা বান্ধবীকে আদরের শুভেচ্ছা জানিয়েছেন প্রেমিক অর্জুন। ইন্ডাস্ট্রিতে এত বছর থাকার পরেও রোজ খবরে থাকেন তিনি, মালাইকার শরীরী আবেদন মাখা চটকদার চেহারা চোখ টানে আমজনতার।
বয়স শুধুই যে একটা সংখ্যা, তার জ্বলন্ত উদাহরণ মালাইকা আরোরা। ৪৯ বছরে এসেও সেক্সি বোল্ড এন্ড বিউটিফুল। নতুন করে প্রেমে পড়েছেন। চুটিয়ে উপভোগ করছেন জীবন। এখনও তাকে দেখে মুখ হাঁ হয় আট থেকে আশির। চোখ আটকে যায় তার শরীরী ভাঁজে। নেশা ধরানো সৌন্দর্যের মালকিন পা রাখলেন ৪৯ তম জন্মদিনে।
বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটি ছবি ব্যবহার করেছেন অর্জুন কাপুর। লিখেছেন, ‘দ্য ইন টু মাই ইয়াং। হ্যাপি বার্থ ডে বেবি। যেমন তুমি ঠিক সেরকমই থাকো, খুশি থাকো আর আমার থাকো’। অর্জুন – মালাইকার বয়সের ফারাক প্রায় ১১ বছরের। তবে তা সম্পর্কের উপর কোনও প্রভাব ফেলেনি। বরং বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল তারা। পরস্পরকে কমপ্লিমেন্ট করেন, দুজনে একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন হাজারও ব্যস্ততার মাঝেও।
‘ছাইয়া ছাইয়া’, ‘মাহি বে’, ‘মুন্নি বদনাম হুই’র মতো একাধিক আইটেম ডান্স তিনি উপহার দিয়েছেন বলিউডি ফিল্ম জগৎকে। হিন্দি ইন্ডাস্ট্রির সেরা ডান্সারদের তালিকায় তার নাম আসে একদম শুরুর দিকেই। ফ্যাশনিস্তা মালাইকার বেশিরভাগ আয় আসে রিয়েলিটি শো, ফ্যাশন শো থেকে।
মিডিয়া রিপোর্ট অনুসারে একটা আইটেম ডান্সের জন্য ১.৫ কোটি টাকা নেন আরবাজ খানের প্রাক্তন স্ত্রী। তিনি একটা গানের জন্য যে পরিমাণ টাকা নেন, তা বহু নায়িকাই পান না গোটা ছবিতে কাজ করে। এছাড়া ফ্যাশন শো’র জন্য মালাইকা নিয়ে থাকেন দুই থেকে ৫/৬ লাখ রুপি। আর রিয়েলিটি শো’র পার এপিসোড পিছুও লাখের কাছাকাছিই চার্জ করেন এই বলিউড সুন্দরী।
শুনলে অনেকেই অবাক হবেন, ২০২১ সালেও মালাইকার সম্পত্তির পরিমাণ ছিল ৭৫ কোটি, আর সেখানে ২০২২ সালে এসে তা দাঁড়িয়েছে ১০০ কোটিতে। করোনা আর লকডাউনের মন্দার বাজারেও কিন্তু দু হাতে রোজগার করেছেন শরীরী আগুন ধরানো এই সেক্সী সুন্দরী।।
Leave a Reply