জমজমাট ডেস্ক
বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট সিনেমা করতে গিয়েই তারা একে অন্যের প্রেমে পড়েন। প্রায় পাঁচ বছর সম্পর্কের পর চলতি বছর এপ্রিলে বিয়ে করেন। এরপর গত ২৭ জুন আলিয়া নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে মা হওয়ার খবরটি নিশ্চিত করেন। তখন দেখা গিয়েছিল আল্ট্রাসনোগ্রাম করাতে গিয়েছেন হবু মা, স্ক্রিনে দেখছেন ভ্রূণ। আর পাশে বসা রণবীরের চোখেমুখেও খুশির ছাপ।
গণমাধ্যমের খবর অনুযায়ী, আলিয়া-রণবীরের সন্তানের আগমনের সম্ভাব্য তারিখ আগামী নভেম্বরের ২০ থেকে ২২ তারিখ। আলিয়ার দিদি শাহিনের জন্মদিন ২৮ নভেম্বর, মনে করা হচ্ছে ওই দিনই সন্তানকে জন্ম দিতে পারেন এই অভিনেত্রী।
শোনা যাচ্ছে, দক্ষিণ মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তান প্রসব করবেন রণবীর পত্নী। ঋষি কাপুর তার শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন এই হাসপাতালেই।
কাপুর পরিবার বরাবরই ঋষিকে সঙ্গে নিয়েই এগিয়েছেন। বিয়ের আগের দিনের পূজা রাখা হয়েছিল ঋষি-নীতুর আংটি বদলের দিনে। মেহেন্দির দিনে বাবার ছবি আগলে রণবীরের সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
আলিয়ার মা হওয়ার খবরে এ পর্যন্ত জলঘোলা কম হয়নি। তবে আপাতত সব আলোচনা-সমালোচনার বিদায় দিয়ে আলিয়ার সাধের অনুষ্ঠানও শেষ হয়ে গেছে। আর কয়েক দিন পরেই তিনি মা হতে যাচ্ছেন।
Leave a Reply