বরাবরই তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে এসেছেন। হিন্দু-ইসলাম সহ সমস্ত ধর্মের প্রতিই শ্রদ্ধা দেখিয়েছেন। তারপরেও তাঁকে সামাজিক মাধ্যমে বারবার আক্রমণ করেছেন কিছু সংকীর্ণ মানসিকতার মানুষজন। বৃহস্পতিবার ‘মহালয়ার দিন স্বামী নিখিল জৈনের বস্ত্র বিপণী’ সংস্থার বিজ্ঞাপনে মা দুর্গার বেশে ধরা দিয়েছেন নুসরাত জাহান। আর তাতেই ফের কিছু মৌলবাদীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে সাংসদ অভিনেত্রীকে।
নীল চওড়া পাড়ের লাল শাড়ি, হাতে শাঁখা-পলা, মাথায় টায়রা-টিকলি পরে, ত্রিশূল হাতে মা দূর্গার সাজে দেখা গেছে নুসরাতকে। নুসরাতের পোস্ট করা ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে শোনা গিয়েছে চির পরিচিত সেই স্তোত্র, ‘মধুকৈটভ বিধ্বংসী বিধাতৃবরদে নমঃ। রুপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।’
দুর্গার সাজে মহালয়ার দিন ধরা দেওয়ার কারণে সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহানের উদ্দেশ্যে কিছু লোকজন অশালীন মন্তব্য করেছেন। যদিও সবাই যে সাংসদ, অভিনেত্রীর সমালোচনা করেছেন এমনটা নয়। অনেকেই এমন রয়েছেন যারা অভিনেত্রীর সম্প্রীতির বার্তা ছড়ানোর প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।
Leave a Reply