শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস। ২০১৩ সালে বেলাল খানের বিপরীতে ‘শুধু তোরই জন্য কাঁদে মন সোনা পাখি’ গান দিয়ে আলোচনায় আসেন। এরপর শ্রোতাদের তিনি একের পর এক হিট গান উপহার দিয়েছেন। সম্প্রতি তিনি নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন। ‘বেহায়া মন’ শিরোনামের গানটিতে তার বিপরীতে কন্ঠ দিয়েছেন মডেল-অভিনেতা শুভ খান। তরুণ নির্মাতা-সাংবাদিক এম.আর.জে শান্ত’র কথায় গানটির সুর করেছেন কণ্ঠশিল্পী মানিক শাহ্। গত ২৬ শে আগষ্ট রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। সঙ্গীতায়োজন করেন আল-আমিন।
এ বিষয়ে শান্ত বলেন, ‘বেহায়া মন’ আমার লেখা দ্বিতীয় গান। ২০১৮ সালে কলকাতার একটি ছবির জন্য প্রথমবারের মত গান লিখি ও সুর করি। আমার পছন্দের শিল্পীদের মধ্যে শিল্পী বিশ্বাস দিদিও একজন। সত্যি বলতে ‘শুধু তোরই জন্য কাঁদে মন সোনা পাখি’ গানটি শুনে আমি তার ভক্ত হয়ে যাই। আমারই প্রিয় একজন শিল্পীর কন্ঠে আমার লেখা গান আসছে এটা সত্যিই অনেক আনন্দের। খুব শীঘ্রই গানটির মিউজিক ভিডিওর শুটিং হবে। একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। গানটি প্রযোজনা করেছেন মডেল-অভিনেতা শুভ খান নিজেই।
Leave a Reply