হেরিটেজ ট্রাভেলার এলিজা বিনতে এলাহি নির্মাণ করেছেন ট্রাভেল ডকুমেন্টরি ‘আওয়ার রোড টু ফ্রিডম’। কুড়ি মিনিটের ট্রাভেল ডকুমেন্টরিতে এলিজা তুলে ধরেছেন বাংলাদেশে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান গুলোকে যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিশেষ গুরুত্ব বহন করে।
এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মস্থান ও সমাধিক্ষেত্র টুঙ্গীপাড়া, সংবিধান প্রণয়নের স্মৃতি বহনকারী টাঙ্গাইলের মধুপুর বনের দোখলা রেস্ট হাউজ, মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্স, কেন্দ্রীয় জেলখানা,৭ই মার্চের সোহরাওয়ার্দী উদ্যান সহ জাতির জনক আর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পর্কিত বিভিন্ন স্থানের ইতিহাস আর পর্যটনের গুরুত্ব উঠে এসেছে এলিজা বিনতে এলাহীর ভ্রমণ আর বর্ণনায়।
পর্যটক এলিজা জানিয়েছেন, আমাদের জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহনকারী এই ঐতিহাসিক স্থানগুলো পর্যটনের আওতায় এনে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশে নির্মাণ করা হয়েছে ‘আওয়ার রোড টু ফ্রিডম’। সেই সাথে ঐ স্থানগুলো রাষ্ট্রীয়ভাবে রক্ষণাবেক্ষণের উপরও গুরুত্বারোপ করা হয়েছে তথ্যচিত্রে।
এলিজা বিনতে এলাহী ইতোমধ্যে বিশ্বের ৪৯ টি দেশ ও বাংলাদেশের ৬৪ টি জেলা ভ্রমণের পাশাপাশি বাংলাদেশে হেরিটেজ ট্রাভেল নিয়ে কাজ করছেন। বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা, স্থান ও ব্যাক্তিত্ব নিয়ে ভবিষ্যতে আরও ডকুমেন্টরি নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন এই পর্যটক। ‘কোয়েস্ট’র প্রযোজনায় নির্মিত ট্রাভেল ডকুমেন্টরি ‘আওয়ার রোড টু ফ্রিডম’ দীপ্ত টেলিভিশনে প্রচার করা হবে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর বিকাল ৫টা ৩০ মিনিটে।
Leave a Reply