জমজমাট ডেস্ক
টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি ভারতের ইতিহাসে সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা হচ্ছে। এর নির্মাণ অর্থ ৬০০ কোটি রুপি। এর আগে এত অর্থ খরচে কোনো সিনেমাই নির্মাণ করা হয়নি। তাই এই প্রজেক্টের নতুন কোনো সংবাদ প্রকাশ হলেই হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা।
বহু প্রতীক্ষিত প্যান ইন্ডিয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে গোটা ভারতের প্রভাবশালী সব তারকাদের। আজ আসছে এর প্রথম অফিসিয়াল ট্রেলার। তার আগে ৯ জুন অভিনেত্রী দীপিকা পাডুকোনের একটি পোস্টার প্রকাশ করা হয়। যেখানে চমকে দিয়েছেন বি-টাউনের এই অভিনেত্রী।
প্রকাশ হওয়া পোস্টারে দীপিকাকে দেখা যায় বিষণ্ন দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছেন। গায়ে নোংরা চাদর, ছোট ছোট চুলে নাকে মুখেও ময়লা লেগে আছে। ছবি দেখেই বোঝার অপেক্ষা রাখে না, যে তিনি একজন নারী যোদ্ধার চরিত্রে অভিনয় করছেন।
‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি জুনের ২৭ তারিখ বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি দেওয়া হবে। এটি নির্মাণ করেছেন নাগ অশ্বিন। এতে প্রথমবারের মতো প্রভাসের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন বলিউডের নায়িকা দীপিকা পাড়ুকোন। এই প্রথম তারা রুপালি পর্দায় জুটি হচ্ছেন।
প্রভাস-দীপিকা ছাড়া সিনেমার মূল আকর্ষণ থাকবে অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো দুই মহান তারকা। এ ছাড়া আরও অভিনয় করছেন দুলকার সালমান, দিশা পাটানি, কীর্তি সুরেশ। ক্যামিও চরিত্রে দেখা যাবে এস এস রাজামৌলি, ম্রুনাল ঠাকুর, রাম গোপাল ভার্মা, বিজয় দেবরাকোন্ডা ও রানা দাগ্গুবতির মতো সুপার স্টারদের।
Leave a Reply