সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

‘কল্কি ২৮৯৮ এডি ’ বিশ্বব্যাপী আয় এখন পর্যন্ত ৫৫০ কোটি রুপি!

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪

জমজমাট ডেস্ক

২৭ জুন মুক্তিপ্রাপ্ত নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ চলতি বছরের অন্যতম বড় বাজেটের সিনেমা। সিনেমাটিতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস। তাছাড়া আরো কয়েকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন- অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন।

মুক্তির পর থেকে, ‘কল্কি ২৮৯৮ এডি’ অসংখ্য রেকর্ড ভেঙে দিয়েছে । বক্স অফিসে ৪র্থ দিন শেষে বিশ্বব্যাপী ৫৫০ কোটি রুপি আয় করেছে। ভারত জুড়ে আয় করেছে ৩০২ কোটি রুপি। যার ১১৫ কোটি রুপি শুধু হিন্দি সংস্করণ থেকে এসেছে।

একটি রিপোর্টে বলা হয়েছে, হিন্দি সংস্করণে যত দিন যাচ্ছে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া বাড়ছে। ৪র্থ দিনের আয়ও বেড়েছে প্রায় প্রথম দিনের তুলনায় দ্বিগুন। বৃহস্পতিবার ২২.৫০ কোটি, শুক্র ২৩.২৫ কোটি, শনি ২৬.২৫ কোটি, রবিবার ৪০.১৫ কোটি ৷ মনেকরা হচ্ছে সোমবার এই আয় এর পরিমাণ আরও বাড়বে। নির্মাতা জানিয়েছেন যে, হিন্দি সংস্করণ ‘কল্কি ২৮৯৮ এডি’ বক্স অফিস সংগ্রহ ১১৫ কোটি টাকা ছাড়িয়েছে।

প্রযোজনা সংস্থা জানায়, বাহুবলী, RRR কে পেছনে ফেলে $11 মিলিয়ন আয় করেছে উত্তর আমেরিকায়। ৪র্থ দিন শেষে $11 মিলিয়ন (প্রায় 90.2 কোটি টাকা) আয় করে প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে ‘কল্কি ২৮৯৮ এডি’ ইতিহাস তৈরি করেছে। প্রথমবারের মতো, একটি চলচ্চিত্র উত্তর আমেরিকায় তার প্রথম সপ্তাহান্তে $11 মিলিয়ন আয় করেছে। এছাড়াও কানাডায় সবচেয়ে বেশি আয় করা তেলেগু ছবি হিসেবেও রেকর্ড করেছে ‘কল্কি ২৮৯৮ এডি’।

স্যাকনিল্কের মতে, ‘কল্কি ২৮৯৮ এডি’ ৪র্থ দিন রবিবার ভারতে আনুমানিক ৮৫ কোটি রুপি আয় করেছে, এই নিয়ে ভারতেই মোট সংগ্রহ ৩০২ কোটি রুপি। এই আয় শাহরুখ খানের জওয়ানকে ছাড়িয়ে গেছে, যা একই সময়সীমায় ‘জওয়ান’ ২৮৬ কোটি রুপি আয় করেছে। ‘জওয়ান’ ২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র ছিল।

মাত্র তিন দিনের মধ্যেই, ‘কল্কি ২৮৯৮ এডি’ ২০২৪ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হয়ে ওঠে। ‘কল্কি ২৮৯৮ এডি’ তেলেগু সংস্করণটি চলচ্চিত্রের মোট বক্স অফিস সংগ্রহে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শুধু তেলেগু ভাষতেই এটি ১৬২.১ কোটি রুপি আয় করেছে, যখন তামিল সংস্করণটি ১৮.৩ কোটি রুপি, হিন্দি সংস্করণ ১১০.৫ কোটি রুপি, মালায়ালম সংস্করণ ৯.৭ কোটি রুপি এবং কন্নড় সংস্করণটি শুরুর সপ্তাহান্তে ১.৮কোটি রুপি আয় করেছে।

চলচ্চিত্রটি প্রথম দিনে বিশ্বব্যাপী ১৯১.৫ কোটি রুপি আয় করে। যা ভারতীয় চলচ্চিত্রের জন্য তৃতীয় সর্বোচ্চ ওপেনিং আয় এটি। ‘কেজিএফ-২’ সিনেমার প্রথম দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে, ‘কেজিএফ-২’ প্রথম দিন বিশ্বব্যাপী ১৫৯ কোটি রুপি আয় করেছিলো। এবং ‘জাওয়ান’ প্রথম দিনে বিশ্বব্যাপী ১২৯.১০ কোটি রুপি আয় করেছিলো। RRR এবং বাহুবলী-২ তাদের প্রথম দিনে যথাক্রমে ২২৩ কোটি এবং ২১৭ কোটি রুপি নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। যেহেতু প্রভাস বাহুবলী-২ তেও অভিনয় করেছিলেন, তাই ‘কল্কি ২৮৯৮ এডি’ খ্রিস্টাব্দ তার দ্বিতীয় বৃহত্তম ওপেনার হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ