জমজমাট ডেস্ক
সুশান্ত সিংহ রাজপুত খুব অল্প সেময়ে তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন। বলিউডের এই অভিনেতার মৃত দেহ ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটথেকে উদ্ধার হয়েছিল।
প্রেক্ষাগৃহে ফের আসছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ছবি। চার বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে সুশান্তের মৃত্যুর। এখনও তার অনুরাগীরা ভুলতে পারেননি তাঁকে। তাই তাঁদের কাছে আবার প্রেক্ষাগৃহে সুশান্তের ছবি দেখার বিষয়টি বড় ব্যাপার। কিন্তু সুশান্তের কোন ছবি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেল?
২০১৬ সালে মুক্তি পেয়েছিল ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা মহেন্দ্র সিংহ ধোনির জীবনীচিত্র ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। নামভূমিকায় অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন সুশান্ত। ৫ জুলাই থেকে ১১ জুলাই প্রেক্ষাগৃহে এই ছবি দেখা যাবে। আগামী ৭ জুলাই ধোনির জন্মদিন। প্রাক্তন ক্রিকেট তারকার ৪৩ তম জন্মদিন উপলক্ষেই এই ছবির নির্মাতারা ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ফের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে।
কিছু দিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ী হয়েছে ভারত। ক্রিকেট তারকা রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয় বার জয়ী হয়েছে ভারত। দ্বিতীয় বার ভারতের জয়ের সময়ে অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। জীবনীচিত্রেও সেই বিষয়টি তুলে ধরা হয়। তাই সেই স্মৃতিচারণ করতেও প্রেক্ষাগৃহে মানুষ যে ভিড় করবেন এই ছবি দেখতে তা আশা করাই যায়।
উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুত টেলিভিশন ধারাবাহিকে কাজ করার মধ্যে দিয়ে তার অভিনয় জীবন শুরু করেছিলেন। ২০০৮ সালে স্টার প্লাস চ্যানেলে প্রচারিত প্রণয়ধর্মী টেলিভিশন ধারাবাহিক “কিস দেশ মে হ্যায় মেরা দিল”-এ প্রীত জুনেজা চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে অভিষেক করেছিলেন।
২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের মৃত দেহ। মুম্বই পুলিশ জানিয়েছিল, , আত্মহত্যা করেছেন এই অভিনেতা। যদিও তাঁর মৃত্যু নিয়ে জলঘোলা কম হয়নি। সুশান্তকে শেষ দেখা গিয়েছিল ‘দিল বেচারা’ নামে একটি ছবিতে। এই ছবিটি মুক্তি পায় তাঁর মৃত্যুর পরে।
Leave a Reply